ইসলামী ব্যাংক লোন পদ্ধতি - ইসলামী ব্যাংকের সেবা সমূহ বিস্তারিত

প্রিয় পাঠক আপনি হয়তো ইসলামী ব্যাংকে লোন নিতে চাচ্ছেন । কিন্তু ইসলামী ব্যাংকের লোন পদ্ধতি আপনার জানা নেই । তাই এ বিষয়ে জানার অনেক চেষ্টা করছেন । এই বিষয়ে জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন । এই আর্টিকেলটিতে ইসলামী ব্যাংক লোন পদ্ধতি এবং ইসলামী ব্যাংকের সেবা সমূহ সহ আরো অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । 

ইসলামি-ব্যাংক-লোন-পদ্ধতি-এবং-সেবা-সমুহ


তাই সকল বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পুরো আর্টিকেলটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে । তবেই ইসলামী ব্যাংক লোন পদ্ধতি সহ বিভিন্ন বিষয় বিস্তারিত জানতে পারবেন । 

পোস্ট সূচিপত্র ঃ এই পোস্টের বিভিন্ন অংশ পড়তে নিচের অপশন গুলোতে ক্লিক করুন । 

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ 

ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ব্যাংকের এজেন্ট আউটলেট এর সংখ্যা এ পর্যন্ত ১৫৬৬ টি । এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভার্চুয়াল প্লাটফর্মে এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন সম্পন্ন করেন । সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে তার কার্যক্রম চালিয়েছেন এবং সঠিক ও সুষ্ঠুভাবে তার কাজ সম্পাদন করেছেন । 

সে অনুষ্ঠানে বিভিন্ন পদের মানুষ উপস্থিত ছিলেন । সেখানে ছিলেন ১৫ টি জোন প্রধান, সেখানে ছিলেন ইসলামী ব্যাংকের শাখা প্রধান, আরও উপস্থিত ছিলেন ৮৪ টি আউটলেট এর স্বত্বাধিকারী । সেখানে সভাপতিত্বে ছিলেন মোশাররফ হোসেন ম্যানেজিং ডিরেক্টর । এবং অডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ মনিরুল মাওলা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । 

সে বিশেষ অনুষ্ঠানে মাহবুবুল আলম বলেন ইসলামী ব্যাংকের ৩ ৫৭ টি শাখা ও ১১৬ টি উপ শাখার মতো ১৫৬৬ টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ইসলামী ব্যাংকের বিশেষ গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে গড়ে উঠেছে । এই শাখা গুলো দেশের বিভিন্ন এলাকার মানুষের আর্থিক প্রয়োজন মেটাতে সাহায্য করে এবং ইসলামী ব্যাংক ১৬ কোটি মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করে তুলেছে । 

ইসলামী ব্যাংক লিমিটেড এর কয়েকটি শাখা উল্লেখ করা হলো ঃ 

  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড -  ( কানাইপুর )
  • ইসলামী ব্যাংক লিমিটেড - ( শান্তি ধারা, রোড নং ৫ , কে এম এস গার্ডেন সিটি )
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড - ( গণকবাড়ী ব্রাঞ্চ, ঢাকা ) 
  • ইসলামী ব্যাংক লিমিটেড - ( আতিবাজার ব্রাঞ্চ, ১৩১২ খোলা মরা, হযরতপুর ) 
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড - ( নতুন বাজার, ঢাকা ) 
  • ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং - ( বগুড়া বাজার ) 
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড - ( সাভার ) 
  • ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং লিমিটেড - ( লিরা এন্টারপ্রাইজ, গাজীপুর ) 
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড - ( নরসিংদী ) 
  • ইসলামী ব্যাংক লিমিটেড ( মাগুরা ) 
ইত্যাদি সহ আরো অনেক শাখা রয়েছে ইসলামী ব্যাংকের । ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সর্বমোট শাখা ও উপ শাখা রয়েছে ১৫৬৬ টি । 

 ইসলামী ব্যাংক লোন পদ্ধতি 

ইসলামি-ব্যাংক-লোন-পদ্ধতি-এবং-সেবা-সমুহ

আমরা অনেক মানুষ রয়েছি যারা ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে থাকি । কিন্তু আমাদের সকলের একটি ধারণা থাকে যে হয়তো ইসলামী ব্যাংকে সুদ নেয় না । যদি আপনাদের ধারণা ঠিক কিন্তু ইসলামী ব্যাংক লিমিটেড না নেওয়ার আপ্রাণ চেষ্টা করে । তারপরেও তাদের প্রতিষ্ঠান কর্মরত ভাবে চলমান রাখতে তাদেরকে এ পথে পা বাড়াতে হয় । যদিও এ বিষয়টি তাদের ইচ্ছার বিরুদ্ধে । 

আরও পড়ুন ঃ রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান ২০২৪ বিস্তারিত দেখুন

ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে । এই শর্তগুলো মেনে ইসলামী ব্যাংক থেকে লোন নিতে হয় । শর্তগুলো হলো ঃ 

  • সরকারি অথবা বেসরকারি চাকরিজীবীদের জন্য এক বছরের অভিজ্ঞতা থাকা লাগবে । অর্থাৎ আপনি যদি একজন চাকরিজীবী হন সরকারি অথবা বেসরকারি এবং আপনি যদি ইসলামী ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আপনার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে । তবে আপনি ইসলামী ব্যাংক থেকে লোন নিতে পারবেন । 
  • যে সকল মানুষদের বড় বড় বাড়ি রয়েছে এবং যারা বাড়ি ভাড়া দিয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র এবং বাড়ির সকল কাগজপত্র থাকতে হবে । 
  • ইসলামী ব্যাংক থেকে লোন নিতে হলে আপনার যেকোন দুজনকে গ্যারান্টেড হতে হবে । বাবা মা, ভাই বোন এবং নিকটবর্তী আত্মীয়-স্বজনদের মধ্যে থেকে আপনার যাকে বিশ্বাসযোগ্য মনে হবে তার মধ্যে থেকে যেকোনো দুইজনকে আপনি গ্যারান্টেড করতে পারবেন । 
  • তবে যাদেরকে আপনি গ্যারান্টেড করতে চান তাদেরকে সচ্ছল হতে হবে । 
প্রয়োজনীয় ডকুমেন্ট ঃ 

  • ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়ার সময় আপনার নিজস্ব ব্যক্তি মালিকানার একটি জমি থাকতে হবে । অর্থাৎ আপনার পিতার নামে যেকোন একটি জমি থাকতে হবে । এবং ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে আপনার জমির দলিল প্রয়োজনীয় । এখানে কোন প্রকার সার্টিফাইড কপি গ্রহণযোগ্য নয় । 
  • জমির মূল মালিকানা দলিল
  • বায়া দলিল
  • সিএস এবং এস এ
  • আর এস ও বি এস খতিয়ানের নকল জাবেদা
  • ডিসিআর, খাজনার দলিল এবং খাজনা রশিদ
  • নামজারি খতিয়ান, জেলা রেজিস্ট্রি অফিস কর্তৃক নির্দয় সনদ এনইসি 
  • সরকারি প্লটের বরাদ্দপত্র 
  • লিজদাতা প্রতিষ্ঠান হতে বন্ধক অনুমতি পত্র ইত্যাদি ।
ইসলামী ব্যাংক কর্তৃক লোন নিতে হলে এ সকল শর্ত মানতে হবে এবং প্রয়োজনের ডকুমেন্টগুলো সঠিকভাবে প্রদান করতে হবে । সমস্ত শর্ত মেনে এবং সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে প্রদান করলে ব্যাংক আপনাকে লোন দিতে রাজি হবেন । 

ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট রেট 

প্রতিটি ব্যাংকের একটি নির্ধারিত নিয়ম রয়েছে যে সেখান থেকে অর্থাৎ যেকোনো ব্যাংক থেকে লোন নিতে হলে তারা কিছু পরিমাণ মুনাফা নিয়ে থাকে । এই নিয়মটি প্রতিটি ব্যাংকের জন্য বাধ্যতামূলক ।এবং আমরা যখন ব্যাংকে একাউন্ট খুলি বা টাকা জমা করে এর মাধ্যমেও কিন্তু কিছু পরিমাণ ইন্টারেস্ট বা মুনাফা ব্যাংক কর্তৃপক্ষ নিয়ে থাকে । 

আরও পড়ুন ঃ চাকরির পাশাপাশি বাড়তি আয়ের উপায় জেনে নিন

তবে অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেকটাই কম । ইসলামী ব্যাংক থেকে যদি লোন নেওয়া হয় তাহলে তারা লোনের ক্ষেত্রে ১৬ % মুনাফা নেয় । এছাড়াও এই ইন্টারেস্ট রেট নির্ধারণ করা হয় লোনের ওপর নির্ভর করে । আপনি যদি বেশি টাকা লোন নিয়ে থাকেন তাহলে ইন্টারেস্ট রেট বেশি হয় এবং যদি কম টাকা লোন নিয়ে থাকেন তাহলে ইন্টারেসট কম হয় । 

তবে একটি বিষয় লক্ষ্য নিয়ে যে অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট বা মুনাফা কম নিয়ে থাকে । যাতে করে লোন গ্রাহকদের সুবিধা হয় এবং তারা তাদের প্রয়োজনীয় চাহিদা গুলো পূরণ করতে পারে ।  

ইসলামী ব্যাংক ডিপোজিট 

ইসলামি ব্যাংক থেকে টাকা ডিপজিটের মাধ্যমে সুদ ছাড়াই মুনাফা লাভ করতে পারবেন । এই সুজগ সুধু মাত্র ইসলামি ব্যাংক দিয়ে থাকে । ইসলামি ব্যাংকে ফিক্সট ডিপজিট করার জন্য আপনার ইসলামি ব্যাংক একাউন্ট থাকতে হবে । যদি আপনার এই একাউন্ট  না থাকে তাহলে আপনাকে সর্ব প্রথম ইসলামি ব্যাংকে একাউন্ট খুলতে হবে । 

এরপর আপনাকে আপনার নিকটবর্তী ইসলামি ব্যাংকের শাখায় যেতে হবে । সেখানে গিয়ে আপনাকে ডিপজিট করার জন্য টাকা জমা দিতে হবে । এই টাকা জমা নেয় কাউন্টারে । কিন্তু আপনি যদি সেখানে গিয়ে কাউন্টার খুজে না পান তাহলে সেই ব্যাংকের যে কনো কর্মকর্তাকে জিজ্ঞেস করলেই তারা আপনাকে ডিপজিট কাউন্টার  দেখিয়ে দিবে । 

এরপর কাউন্টারে গিয়ে আপনার একাউন্ট নাম্বার সহ আরও অনেক তথ্য দিয়ে  সেখানে টাকা জমা দিয়ে ডিপজিট করতে পারবেন । এটি ইসলামি ব্যাংকের ডিপজিট পদ্ধতি । এইভাবে টাকা ডিপজিট করতে পারবেন ।  

ইসলামী ব্যাংকের সেবা সমূহ 

ইসলামী ব্যাংকের সেবার সময়ের মধ্যে অন্যতম একটি হলো যে এটি ইসলামিক শরিয়া ভিত্তিক চালিত একটি ব্যাংক । এটি শুধুমাত্র মুসলমানদের জন্য খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ । এছাড়াও বিভিন্ন প্রকার সেবা প্রদান করে থাকে ইসলামী ব্যাংক লিমিটেড । চলুন সে সকল সেবাগুলো দেখে নিই ঃ

  1. ডিপোজিট হিসাব সমূহ
  2. বিনিয়োগ স্ক্রিম সেবা
  3. বিকল্প ব্যাংকিং সেবা সমূহ
এই তিনটি মাধ্যমে ইসলামী ব্যাংক সেবা প্রদান করে থাকে । কিন্তু এই তিনটির আবার অনেকগুলো শাখা রয়েছে । চলুন সে সকল শাখা গুলো সম্পর্কে জেনে নিই -  


ডিপোজিট হিসাব সেবা সমূহ ঃ

  • আল-ওয়াদিয়াহ কারেন্ট একাউন্ট
  • আল-ওয়াদিয়াহ পার্সোনাল রিটেইল একাউন্ট
  • মুদারাবা স্পেশাল নোটিশ একাউন্ট
  • মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট একাউন্ট
  • মুদারাবা পে-রোল একাউন্ট
  • মুদারাবা উপহার ডিপোজিট স্কিম
  • মুদারাবা স্পেশাল নোটিশ একাউন্ট
বিনিয়োগ স্কিম সেবা সমূহ ঃ

  • ট্রান্সপোর্ট ইনভেস্টমেন্ট স্কিম
  • হাউসিং ইনভেস্টমেন্ট প্রোগ্রাম
  • রুরাল ডেভেলপমেন্ট স্কিম
  • রুরাল হাউসিং ইনভেস্টমেন্ট ক্রিম
  • কার ইনভেস্টমেন্ট স্কিম
  • স্মল বিজনেস ইনভেস্টমেন্ট স্কিম
  • এগ্রিকালচার ইন ক্রিমেন্ট ইনভেস্টমেন্ট স্কিম
  • ডক্টর ফর ইনভেস্টমেন্ট স্কিম
  • মাইক্রো ইন্ডাস্ট্রিজ ইনভেস্টমেন্ট স্কিম
  • এনআরবি ইনভেস্টমেন্ট স্কিম
  • ফ্রিল্যান্সার ইনভেস্টমেন্ট স্কিম
  • ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং ইনভেস্টমেন্ট স্কিম
  • লাইট ইঞ্জিনিয়ারিং ইনভেস্টমেন্ট স্কিম
  • ক্লাস্টার ইনভেস্টমেন্ট স্কিম
বিকল্প ব্যাংকিং সেবা সমূহ ঃ

  • আই ডি এম টাকা জমা চব্বিশ ঘন্টা
  • এটিএম- নগদ উত্তোলন
  • সেবা ঘর বিভিন্ন ব্যাংকিং সেবা
  • ফোন ব্যাংকিং এবং ফোনের মাধ্যমে ব্যাংকিং সেবা সমূহ
  • কন্ট্রাক্ট সেন্টার ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০
  • এম ক্যাশ মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট এবং ফান্ড ট্রান্সফার
  • ভিসা ডেভিড কার্ড এবং অনলাইনে কেনাকাটা 
  • অনলাইনে বিল পরিশোধ
  • খিদমাহ  ক্রেডিট কার্ড - নগদ উত্তোলন এবং POS এর মাধ্যমে কেনাকাটা
  • আই বি বি এল আইস্মার অ্যাপস , ব্যালেন্স ইত্যাদি 
সহ আরো অনেক প্রকার সেবা প্রদান করে থাকে ইসলামী ব্যাংক লিমিটেড । যদি আরো কোন তথ্য জানতে চান তাহলে ইসলামী ব্যাংক এর সাথে যোগাযোগ করতে পারেন । 

ইসলামী ব্যাংক শাখা কোড 

দেশে এবং দেশের বাইরে টাকা লেনদেনের জন্য আমাদের সুইফট কোড জেনে রাখা অত্যন্ত জরুরী । কারণ আমরা সব সময় নগদ টাকা লেনদেন না করে অনেক সময় ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে থাকি । আর এজন্য সুইফট কোড এর প্রয়োজন হয় । তাই আপনাদের সুবিধার্থে ইসলামী ব্যাংকের বেশ কয়েকটি জেলার শিফট কোডের তালিকা নিচে উল্লেখ করেছি ঃ

      ব্রাঞ্চ/ শাখা

        শহর/ জায়গা

        সুইফট কোড

            দেশ

লোকাল অফিস

        ঢাকা

IBBLBDDH102

বাংলাদেশ

আগ্রাবাদ ব্রাঞ্চ

        চট্টগ্রাম

IBBLBDDH103

বাংলাদেশ

সিলেট ব্রাঞ্চ

        সিলেট

IBBLBDDH104

বাংলাদেশ

চক মোগলতলী ব্রাঞ্চ

        ঢাকা

IBBLBDDH105

বাংলাদেশ

খাতুনগঞ্জ ব্রাঞ্চ

      চট্টগ্রাম

IBBLBDDH106

বাংলাদেশ

খুলনা ব্রাঞ্চ

      খুলনা

IBBLBDDH107

বাংলাদেশ

নারায়ণগঞ্জ ব্রাঞ্চ

      নারায়ণগঞ্জ

IBBLBDDH108

বাংলাদেশ

ফরইঙ্গ এক্সচেঞ্জ ব্রাঞ্চ

      ঢাকা

IBBLBDDH109

বাংলাদেশ

ইসলামপুর ব্রাঞ্চ

      ঢাকা

IBBLBDDH110

বাংলাদেশ

বরিশাল ব্রাঞ্চ

    বরিশাল

IBBLBDDH111

বাংলাদেশ

বগুড়া ব্রাঞ্চ

    বগুড়া

IBBLBDDH112

বাংলাদেশ

রাজশাহী ব্রাঞ্চ

    রাজশাহী

IBBLBDDH113

বাংলাদেশ

পাবনা ব্রাঞ্চ 

    পাবনা

IBBLBDDH115

বাংলাদেশ

রংপুর ব্রাঞ্চ

    রংপুর

IBBLBDDH117

বাংলাদেশ

নবাবপুর ব্রাঞ্চ

    ঢাকা

IBBLBDDH118

বাংলাদেশ

নরসিংদী ব্রাঞ্চ

  নরসিংদী

IBBLBDDH119

বাংলাদেশ

কুমিল্লা ব্রাঞ্চ

  কুমিল্লা

IBBLBDDH121

বাংলাদেশ

ত্রিশরি ডিভিশন ব্রাঞ্চ

    ঢাকা

IBBLBDDH123

বাংলাদেশ

চৌমুহনী ব্রাঞ্চ

  নোয়াখালী

IBBLBDDH126

বাংলাদেশ

শেষ মন্তব্য

সম্মানিত পাঠক ও পাঠিকা বন্ধুগণ ,  আশা করি আপনারা এখান থেকে জানতে পারলেন ইসলামি ব্যাংক লোন পদ্ধতি এবং ইসলামি ব্যাংক সেবাসমুহ । আমি যথেষ্ট চেষ্টা করেছি সঠিক তথ্য টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য । আশা করি এই পোস্ট টি আপনার কাছে ভালো লেগেছে । 

ইসলামি ব্যাংকের লোন পদ্ধতি  এবং ইসলামি ব্যাংকের সেবা সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানার থাকে  তাহলে আপনারা আপনাদের নিকটতম ইসলামি ব্যাংকের শাখা থেকে যেনে নিতে পারেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ । 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url